RBT Deatils : Lyrics:
যতদিন থেকে তুমি নেই
ততদিন থেকে তুমি আছো
যতদিন থেকে তুমি নেই
ততদিন থেকে তুমি আছো
না পাওয়াতে, বুকের ভিতরে
তুমি আমাকে ছাড়া কিভাবে বাঁচো?
বলে দিয়ে যাও স্বপ্নতে
আমাকে ছাড়া কিভাবে বাঁচো?
বইগুলো অগোছালো পড়ে থাকে
আমার শোবার ঘরের সাইড টেবিলে
ভুলেও তো পড়েনি হাত কোথাও
যেখানে যেখানে তুমি স্পর্শ হয়েছিলে
বলে দিয়ে যাও স্বপ্নতে
আমাকে ছাড়া কিভাবে বাঁচো
বলে দিয়ে যাও স্বপ্নতে
আমাকে ছাড়া কিভাবে বাঁচো